বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে বাস দুর্ঘটনা, আহত ৩২ ​

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
দুর্ঘটনা কবলিত বাস
expand
দুর্ঘটনা কবলিত বাস

​বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার বাগমারায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন নোয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা অন্তত ৩২ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এনপিবি নিউজ-কে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় দলীয় সূত্র।

​প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে নেতাকর্মীদের নিয়ে একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাত আনুমানিক ১২টার দিকে বাসটি কুমিল্লার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের বিভাজনের (আইল্যান্ড) ওপর উঠে উল্টে যাওয়ার উপক্রম হয়। মুহূর্তেই বাসের ভেতরে থাকা যাত্রীদের চিৎকারে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন।

​দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

​বাসে থাকা আহত শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল এনপিবি নিউজ-কে বলেন, "হঠাৎ বিকট শব্দে বাসটি আইল্যান্ডের ওপর উঠে যায়। আমরা অনেকেই সিট থেকে ছিটকে পড়ি। আহত প্রায় ৩০ জনকে নিয়ে আমরা তিনটি অ্যাম্বুলেন্সযোগে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে এসেছি৷ তাদের এখানে চিকিৎসা দেয়া হচ্ছে।"

​নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক ট্রফি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪২ আসনের ওই বাসটিতে থাকা প্রায় সব যাত্রীই কমবেশি আঘাত পেয়েছেন। গুরুতর আহত দুজনকে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকিদের নোয়াখালীতে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

​এদিকে ঘটনার খবর পেয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান। তিনি এনপিবি নিউজ-কে বলেন, "একটি খুশির দিনে এমন দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। খবর পাওয়ার পরপরই আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। আহতরা সবাই আমাদের নিবেদিতপ্রাণ কর্মী। তাদের দ্রুত আরোগ্য কামনায় আমি সবার কাছে দোয়া চাচ্ছি।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X