বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় নেতাদের মনোনয়ন বাতিলের নির্দেশ দিলেন উপজেলা নেতা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
expand
কেন্দ্রীয় নেতাদের মনোনয়ন বাতিলের নির্দেশ দিলেন উপজেলা নেতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দলীয় অঙ্গনে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে এ আসনের প্রার্থী ঘোষণা করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন।

এই ঘোষণার প্রতিবাদে বুধবার রাতে নাজিরপুর উপজেলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন মাঝির নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন ব্যঙ্গাত্মক ও প্রতিবাদী স্লোগান দেন। এ সময় শ্লোগানে শোনা যায়“ বিএনপির প্রার্থী চাই, মহাজোটের প্রার্থী মানিনা মানবো না, ছাগল দিয়ে হালচাষ চলবে না, চলবে না”

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বেলায়েত হোসেন মাঝি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখানে মোস্তফা জামাল হায়দারকে প্রার্থী দেওয়া হয়েছে এমন খবর আমরা পেয়েছি। এর প্রতিবাদেই আজ আমরা রাজপথে নেমেছি। আমরা দলের কেন্দ্রীয় কমিটি ও হাইকমান্ডকে নির্দেশ করবো এই প্রার্থী পরিবর্তন করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপিতে অনেক যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতা রয়েছে। তাদের মধ্য থেকেই পিরোজপুর-১ আসনে প্রার্থী দিতে হবে। নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানীর সাধারণ জনগণ এই সিদ্ধান্ত মানে না।

আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আজ আমরা ঢাকায় যাবো। আগামীকাল কর্মসূচি শেষ করে পিরোজপুর জেলা বিএনপি যে কর্মসূচি ঘোষণা করবে, আমরা তা পালন করবো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আমাদের দলের প্রার্থী ঘোষণা না করা হবে, ততদিন আমরা ঘরে ফিরবো না।

বক্তব্যের শেষে তিনি পুনরায় ধানের শীষের প্রার্থীর দাবি জানান। এসময় বিএনপির ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. বেলায়েত হোসেন মাঝি পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান এর অনুসারী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X