

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেহেরপুরের খ্রীস্টজাগের মধ্য দিয়ে শুরু হয়েছে বড় দিনের মূল আনুষ্ঠানিকতা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার সময় মুজিবনগর উপজেলার ভবেরপাড়া চার্চে প্রার্থণা শুরু হয়েছে। প্রার্থণা চলছে জেলার ২৯ টি গীর্জায়। সকাল থেকে খ্রীস্টধর্মাবলম্বীরা গীর্জাগুলো আসতে শুরু করেছেন। প্রার্থণা চলে সকাল ১০ টা পর্যন্ত।
খ্রীস্ট ধর্মাবলম্বীদের মতে, এদিনে মা মারিয়ামের গোয়াল ঘরে যীশরু জন্ম হয়। যীশু এসেছিলেন মানবতার বার্তা নিয়ে। দুনিয়া থেকে সকল পাপ মোচনই ছিলো তাঁর উদ্দেশ্য। সকাল থেকেই খীস্ট ধর্মাবলম্বীরা প্রার্থণা শুরু করেছেন। বিশে^র সকল মানুষ সুখে থাকে। দূর হোক হিংসা বিদ্বেশ। বিশেষ সকল মানুষের কল্যান কামনায় তার প্রার্থণা করছেন যীশুর কাছে। এছাড়া দেশশের জন্যও তারা প্রার্থণা করছেন।
প্রার্থণা শেষে তারা পাড়া-মহল্লায় স্থাপিত প্রতিটি গোশালা পরিদর্শণ করবেন। সাথে গাইবেন কের্তন। বাড়িতে বাড়িতে তৈরি করা হয়েছে বিঠা-পুলি থেকে শুরু নানা ধরনের খাবার।
এছাড়াও প্রতিটি চার্চ প্রাঙ্গণে বসেছে ৭দিন ব্যাপি বড় দিনের মেলা। বড়দিন উপলক্ষে রয়েছে আইনশৃঙ্খরা বাহীনির কঠোর নিরাপত্ত বলয়।
মন্তব্য করুন
