বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি জমি থেকে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
এক্সেভেটর
expand
এক্সেভেটর

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি কাটা ও কৃষি জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে প্রশাসন ধারাবাহিকভাবে কঠোর ভূমিকা পালন করছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ফার্মবাজার সংলগ্ন উর্বর ধানী কৃষি জমিতে অনুমতি ছাড়া এক্সেভেটর দিয়ে মাটি কাটার সময় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক ধারায় বাগাউরা মৌজার হরিনগর গ্রামের জামাল শাহকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই ট্রাক্টর মাটি জব্দ করে নবীগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়, যা উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হবে।

নবীগঞ্জে একের পর এক অভিযানে যেখানে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সক্রিয়তা স্পষ্ট, সেখানে প্রশ্ন উঠেছে—হবিগঞ্জ জেলার বাকি ৮ উপজেলায় কি একইভাবে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান চলছে?

নবীগঞ্জ ছাড়া অন্য উপজেলাগুলোতে তৎপরতা কম থাকায় পরিবেশ ও কৃষি জমি সুরক্ষা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে।

সচেতন মহলের দাবি, জেলার সব উপজেলাতেই নবীগঞ্জের মতো নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা না হলে উর্বর কৃষি জমি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X