

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মনিরামপুর উপজেলা প্রশাসনে বদলির পরপরই সরকারি মালামাল উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না দায়িত্ব ছাড়ার আগমুহূর্তে উপজেলা চেয়ারম্যানের দপ্তর ও ইউএনও বাংলো থেকে দুটি এসিসহ একাধিক সরকারি মালামাল খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে।
রোববার সরেজমিনে উপজেলা চেয়ারম্যানের দপ্তরে গিয়ে দেখা যায়, সেখানে থাকা এসি খুলে নেওয়ার স্পষ্ট আলামত রয়েছে। দপ্তরের কর্মকর্তারা জানান, অফিসে আগে স্থাপিত এসি বর্তমানে নেই। একই সঙ্গে ইউএনও বাংলো থেকেও এসি, সিলিং ফ্যান ও কিছু আসবাবপত্র সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, বদলির কয়েকদিন আগে থেকেই নিশাত তামান্না নিজ উদ্যোগে বাইরের লোকজন দিয়ে সরকারি মালামাল খুলে নেওয়ার কাজ শুরু করেন। দায়িত্ব ছাড়ার আগের রাতে দুই পিকআপে করে মালামাল দেশের বাড়ি পিরোজপুরে পাঠানো হয়েছে বলেও দাবি করা হচ্ছে। যদিও কিছু মালামাল বাংলোর দুটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছে বলে জানা গেছে।
নতুন যোগ দেওয়া ইউএনও সম্রাট হোসেন বলেন, ‘বাংলোতে এসে আমি কোনো এসি পাইনি। আগের ইউএনও কিছু মালামাল নিয়ে গেছেন, আবার কিছু রেখে গেছেন। দায়িত্ব বুঝে নেওয়ার সময় বিষয়টি যাচাই করা হবে।’
এদিকে সরকারি সম্পদ ব্যবস্থাপনায় এমন অনিয়মের অভিযোগে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—বদলির সময় সরকারি মালামাল সরানোর অনুমতি কে দিয়েছে, তালিকা ও হস্তান্তর প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না।
মন্তব্য করুন

