বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাংশায় আলিম হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পিএম
রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
expand
রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ীর পাংশায় পরকীয়া সম্পর্কের জেরে যুবক আলিম খান হত্যার ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পাংশা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চর দুর্লভদিয়া এলাকায় নিহত আলিম খানের বাড়ির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী ও স্বজনরা।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাংশা দরগাতলা ও পুরাতন বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাংশা মডেল থানার সামনে গিয়ে মানববন্ধনে শেষ হয়।

এসময় কয়েক শতাধিক গ্রামবাসী, নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আলিম খানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করার দাবি জানাই।’

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর আলিম খান ঢাকায় কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শ্রীনিবাসদী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ১৮ ডিসেম্বর আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, ঘটনার সঙ্গে পরকীয়া সম্পর্কের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় ১৯ ডিসেম্বর রাতে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে মো. রুহুল আমিন ওরফে রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআইয়ের তথ্যমতে, আলিম খানকে পরিকল্পিতভাবে নারায়ণগঞ্জে ডেকে নিয়ে হত্যা করা হয়।

পিবিআই আরও জানায়, এ হত্যাকাণ্ডে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X