সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও- ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মর্তুজা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পিএম
বিএনপি নেতা ডা. আবদুস সালাম-জুলফিকার মর্তুজা চৌধুরী।
expand
বিএনপি নেতা ডা. আবদুস সালাম-জুলফিকার মর্তুজা চৌধুরী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুরু হয়েছে মনোনয়ন সংগ্রহ। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীরা নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করছেন মনোনয়ন।

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ডা. আবদুস সালাম। তবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর সদস্য ও সাবেক এমপি জুলফিকার মর্তুজা চৌধুরী। তবে দলটির মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফ্রম সংগ্রহ করেছেন তিনি ।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিস থেকে এই মনোনয়ন ফ্রম সংগ্রহ করেন জুলফিকার মর্তুজা চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ।

এ বিষয়ে জুলফিকার মর্তুজা চৌধুরী এনপিবিকে বলেন, আমি ঠাকুরগাঁও-২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছি, জেল খেটেছি, অনেক জুলুম-অত্যাচার সহ্য করেছি এবং সাবেক এমপিও ছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন না দিয়ে আরেক প্রার্থীকে দিয়েছে। আমি দলের কাছে জানতে চেয়েছিলাম আমাকে কেন মনোনয়ন দেওয়া হবে না? কিন্তু দল আমাকে কিছু বলেনি। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন সংগ্রহ করেছি।

দল বললে মনোনয়ন প্রত্যাহার করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের দুঃসময়ে তাদের সঙ্গে ছিলাম, অনেক ত্যাগ স্বীকার করেছি। তবুও আমাকে কেন মনোনয়ন দেওয়া হলো না, এটার সঠিক ব্যাখ্যা দিলে এরপর আমি ভেবে দেখব।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী এনপিবিকে বলেন, জুলফিকার মর্তুজা চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তবুও তিনি কেন মনোনয়ন সংগ্রহ করেছেন, আমরা জানি না। আমরা তার সঙ্গে আবারও কথা বলব। এবং আমার বিশ্বাস তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X