সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
ইয়াবাসহ যুবক গ্রেফতার
expand
ইয়াবাসহ যুবক গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপা পৌরসভা এলাকা থেকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ রুহুল ইসলাম ইমন (২০)। তিনি মোঃ ইউনুস ফকিরের ছেলে এবং মাতা মোসা: হোসনে আরা। তার স্থায়ী ঠিকানা গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ১১১, সাগরদী রোড।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ (২১ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারনি ১০(ক) অনুযায়ী রুজু করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X