

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মাদারগঞ্জে প্রবাসী আনোয়ারের মৃত্যুকে ঘিরে হৃদয়বিদারক পারিবারিক বঞ্চনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শাজাহান প্রথম বিবাহ করেন এবং সেই সংসারে একটি সন্তান জন্ম নেয়—আনোয়ার। পরে শাজাহান তার শালি কাকে দ্বিতীয়বার বিবাহ করলে
পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার পর প্রথম স্ত্রী তার শিশু সন্তান আনোয়ারকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। সেখানেই আনোয়ারের লালন-পালন হয়।
বড় হয়ে আনোয়ারের বিয়ে হলে সে সময় তার বাবা শাজাহান তাকে পুনরায় মেনে নেন। পরবর্তীতে আনোয়ার জীবিকার তাগিদে দুবাই চলে যান। অভিযোগ রয়েছে, আনোয়ার বিদেশে থাকাকালে শাজাহান তার দ্বিতীয় স্ত্রী ও তাদের সন্তানদের নামে সম্পত্তি লিখে দেন।
আরও অভিযোগ করা হয়, আনোয়ার তার বাবার কাছ থেকে মাত্র দুই শতাংশ জমি পাওয়ার আশায় দুই লক্ষ টাকা প্রদান করেন। কিন্তু শাজাহান ওই জমি তো দেনইনি, উল্টো টাকাও ফেরত দেননি।
এরই মধ্যে দুবাইতে কাজ করার সময় আনোয়ারের মৃত্যু হয়। তার মরদেহ দেশে আনা হলে দেখা যায়, জানাজা ও দাফনে তার বাবা, সৎ মা, ভাই-বোন কেউই উপস্থিত ছিলেন না। এলাকাবাসীর দাবি, জানাজার সময় পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। এমন ঘটনা তারা এই প্রথম দেখেছেন বলে জানান স্থানীয়রা।
মৃত আনোয়ারের রেখে যাওয়া ছোট ছোট ছেলে-মেয়ে রয়েছে, যাদের দেখাশোনার মতো কেউ নেই। এলাকাবাসী এ ঘটনায় গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জোর দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
