সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঘাতকের তরবারির চেয়ে আমাদের সংস্কৃতির শক্তি বেশি: রফিউর রাব্বি

নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পিএম
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তি রফিউর রাব্বি।
expand
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তি রফিউর রাব্বি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকে ‘পরিকল্পিত দেশবিরোধী ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তি রফিউর রাব্বি।

তিনি বলেছেন, "হাদিকে হত্যা করে এই যে পরিস্থিতি তৈরি করা এবং এই প্রতিষ্ঠানগুলোতে হামলা, এসব কিছুকে আমরা এক হিসেবে দেখছি। এটাকে পরিকল্পিত দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে আমরা দেখছি।”

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদী সংস্কৃতি সমাবেশে এ কথা বলেন তিনি।

রফিউর রাব্বি বলেন, “নির্বাচনের মধ্য দিয়ে যখন দেশ একটি গণতান্ত্রিক পরিবেশের পথে যাচ্ছে, তখন এই দেশে বর্বরতা বৃদ্ধি করে, হত্যার মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র আমরা বুঝতে পারি। যারা আগেও এইসব ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে, আমরা তাদের রুখে দিয়েছি। ইতিহাস যাতে তাদের পক্ষে না যায়, ইতিহাস যাতে মানুষের পক্ষে থাকে সেই আন্দোলন-সংগ্রামের রাস্তায় ছিলাম।”

“এখনো এই সমাবেশ থেকে বলতে চাই, ঘাতকের বুলেট, ঘাতকের তরবারি যতই শক্তিশালী হোক না কেন, আমাদের সংস্কৃতির শক্তি তার চেয়ে অনেক অনেক শক্তিশালী। এইটা আমরা বিভিন্নভাবে, বিভিন্ন সময় তার প্রমাণ দিয়েছি”। গান, কবিতা, চিন্তা ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বুলেটকে মোকাবেলা করব।"

“এই বর্বরতায় আমরা ভীত হইনি। তারা যতই বর্বর হোক, আমরা তাদের মোকাবেলা করবো আমাদের শক্তি-সাহিত্য ও চিন্তা দিয়ে। অবশ্যই আমরা এই ভূখন্ডে তাদের পরাজিত করবো।”

তিনি বলেন, "দীর্ঘ লড়াই-সংগ্রামের পর গত বছর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে ‘একটি সাম্প্রদায়িক অপশক্তির উত্থান এবং বিকাশ ঘটেছে’ বলেও মন্তব্য করে এই সাংস্কৃতিক ব্যক্তি।

এজন্য তিনি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে দায়ি করে রফিউর রাব্বি বলেন, “একটি মানবিক ভূখন্ড তৈরি করতে বারবার আমরা সংগ্রাম করেছি, আত্মাহুতি দিয়েছি, রক্তদান করেছি। আমরা সকল মানুষ, ধর্ম, জাতি, গোষ্ঠীর সমন্বয়ে একটি মানবিক সমাজ, মানবিক দেশ গড়তে চেয়েছি। স্বাধীনতার পূর্বে এবং পরে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করেছি সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য।“

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে এ সমাবেশে গান ও কবিতার মধ্য দিয়ে সম্প্রতি সাংস্কৃতিক সংগঠন ঊদীচী, ছায়ানট এবং শীর্ষ দুই গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদ জানান সংস্কৃতি কর্মীরা।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক দিনা তাজরিনের সঞ্চালনায় শিশু সংগঠক রথিন চক্রবর্তী, সিপিবির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, মন্টু ঘোষ, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, জিয়াউল ইসলাম কাজল, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল প্রমূখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X