

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকায় সৌখিন বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেওয়ায় কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
রোববার (২১ ডিসেম্বর) সকালে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা গাজীপুর এলাকা থেকে কারখানার নিজস্ব বাসে করে আসার পথে একটি সৌখিন পরিবহনের বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেয়।
এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সাথে সৌখিন পরিবহনের চালকের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আমিনুল নামে এক শ্রমিক সৌখিন পরিবহনের বাসে উঠে চালকের সাথে কথা কাটাকাটিতে জড়ান। পরে তাকে ওই বাসের ভেতরেই আটক করে বাসটি ময়মনসিংহের দিকে চলে যায় বলে অভিযোগ করেন শ্রমিকরা।
এ ঘটনার প্রতিবাদে কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। এ সময় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। পরে সৌখিন পরিবহনের বাসগুলো আটক করে রেখে অন্য যানবাহন ছেড়ে দেন শ্রমিকরা।
ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, শ্রমিক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওই পরিদর্শক।
মন্তব্য করুন
