

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাব-২০২৬ কার্যকালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত-এর জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক গণদাবী-এর সম্পাদক গোলাম কিবরিয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন-এর জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু।
রোববার (আজ) দুপুর ১২টার দিকে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুফতী সালাহউদ্দিন। তিনি বর্তমানে আরটিভি ও দৈনিক সমকালের পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবগঠিত কমিটির সহসভাপতি হয়েছেন গোলাম রহমান (আমার দেশ)। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিলাস দাস (প্রথম আলো) এবং অর্থ সম্পাদক হয়েছেন আতিকুর রহমান (বাংলাদেশ বেতার)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—কাজী শামসুর রহমান ইকবাল (বিটিভি ও বাসস),জালাল আহমেদ (মানবজমিন), মো. মোখলেছুর রহমান (জনকণ্ঠ), এমরান হাসান সোহেল (কালের কণ্ঠ), আফরিন জাহান নিনা (দেশ বার্তা)। নতুন এই কার্যনির্বাহী কমিটি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
মন্তব্য করুন
