সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ জুলাই যোদ্ধার ভাইকে ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০১ এএম
মুহিবুল হক-ফাইল ছবি
expand
মুহিবুল হক-ফাইল ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হক (২২) নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের এক কর্মীর ছুরিকাঘাতে আহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশন এলাকার আইস পার্কের সামনে এ ঘটনা ঘটে।

আহত মুহিবুল হক আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়ার বাসিন্দা এবং মৃত নুরুল হকের ছেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইস পার্কের সামনে মুহিবুল হকসহ কয়েকজন সহপাঠী দাঁড়িয়ে গল্প করছিলেন।

এ সময় লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ জিহাব ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিনহাজ মোটরসাইকেলযোগে সেখানে উপস্থিত হন। নিষিদ্ধ সংগঠনের নেতা হওয়ায় স্থানীয়রা তাদের ঘটনাস্থলে আটক করেন।

পরে তাদের থানায় নেওয়ার উদ্যোগ নেওয়া হলে প্রথমে ছাত্রলীগ নেতা জিহাবকে ব্যাটারিচালিত রিকশায় তোলা হয়। এ সময় ধস্তাধস্তিতে জিহাব আহত হন। পরে অন্য ছাত্রলীগ নেতা মিনহাজকে রিকশায় তোলার সময় মুহিবুল হকের পেছনে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এতে মুহিবুল হক গুরুতর আহত। আহত মুহিবুলকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে জিহাবকে থানায় নেওয়ার পথে রশিদের পাড়া এলাকায় পৌঁছালে তিনি চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, ছুরিকাঘাতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X