শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পিএম আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
বিক্ষোভের মধ্যে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা অবরোধ
expand
বিক্ষোভের মধ্যে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা অবরোধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ঢাকা-৮ আসনের সম্ভ্যাব্য সংসদ সদস্য পদ প্রার্থী ওসমান বিন হাদির মৃত্যুর খবর শুনে রাত সাড়ে ১১টার দিকে সড়কে নেমে আসেন শত শত মানুষ। হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা অবরোধ করেন রাখেন। ‎ ‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর জুলাই-৩৬ মঞ্চ, এনএসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে রাত সাড়ে বারোটা থেকে রাত দেড়টা পর্যন্ত নগরের চৌরাস্তায় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।

‎ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে আবারো রাস্তা অবরোধ করে দেওয়া হয়। পরে সকাল সাড়ে এগারোটায় অবরোধ স্থগিত করে জুম্মার নামাজের পড়ে আবার রাস্তা অবরোধ করার আহবান জানিয়ে অবরোধ তুলে নেয়া হয়। ‎ এ সময় আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’- স্লোগান দেয় আন্দোলনকারীরা।

‎পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিএমপি (সদর জোন) সহকারী পুলিশ-কমিশনার, বাসন মেট্রো থানা অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ সহ বাসন মেট্রো থানা পুলিশ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X