শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির মৃত্যুতে শ্বশুর বাড়িতে শোকের ছায়া, হত্যাকারীদের গ্রেফতারের দাবি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম
শহীদ ওসমান হাদি
expand
শহীদ ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার শ্বশুর বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রতাবপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে স্বামী হারা স্ত্রী ও একমাত্র সন্তানের অনিশ্চিত ভবিষ্যতে উদ্বিগ্ন স্বজনরা।

হাদির মৃত্যুর ঘটনায় জাড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন শ্বশুর বাড়ির প্রতিবেশীরা। স্বজনরা বলেন হাদি খুব ভালো মানুষ ছিলেন। তার মৃত্যু মেনে নিতে পারছি না। জুলাই আন্দোলন করার জন্য তাকে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

আর যেন কোন মায়ের কোল খালি না হয় হাদির মত। আমরা হাদির ওপরে হামলাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি করছি। জানা যায়, শরীফ ওসমান বিন হাদি ২০২০ সালে অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার বাবুগঞ্জ উপজেলার সুলতান আহমেদের কন্যা রাবেয়া শম্পাকে বিয়ে করেন।

তাদের সংসারে ২০২৪ সালের একুশে ফেব্রুয়ারি একটি পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স মাত্র ৯ মাস। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।

প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X