

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তেঁতুলিয়া উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজনগর উচ্চ বিদ্যালয় মাঠে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন প্রকার ভিডিও কনটেন্ট প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়। এতে নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটাধিকার এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান এবং সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে প্রতিদিন সন্ধ্যার পর তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ জনবহুল এলাকায় এ ধরনের প্রদর্শনী কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন
