শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কমিউনিটি ক্লিনিকে অশালীন অবস্থায় হেলথকেয়ার প্রোভাইডার আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
অশালীন অবস্থায় আটক হেলথকেয়ার প্রোভাইডার
expand
অশালীন অবস্থায় আটক হেলথকেয়ার প্রোভাইডার

কুষ্টিয়ায় দিনে দুপুরে কমিউনিটি ক্লিনিকে নারী সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ক্লিনিকের কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারকে আটক করেছে স্থানীয়রা।

সম্পতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পিয়ারপুর কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত ওই কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারের নাম মো: ইলিয়াস হোসেন। তিনি ওই ইউনিয়নের দায়খালী গ্রামের ইউনূস আলীর ছেলে। এঘটনার পর থেকে পলাতক রয়েছেন ইলিয়াস হোসেন।

জানা গেছে, শনিবার সকালে হঠাৎ ক্লিনিক বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। এসময় কয়েকজন ক্লিনিকে প্রবেশ করে দেখে দরজা,জানালা বন্ধ। ক্লিনিকের একটি কক্ষে ওই ক্লিনিকের কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার ইলিয়াস হোসেন ও এক নারী অস্থান করেছেন। সেই কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় তাদের হাতেনাতে আটক করেন তারা। এসময় কৌশলে সেখান থেকে বেড়িয়ে যান তারা।

সরেজমিনে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পিয়ারপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেছে, মুল ফটকে ঝুলছে তালা। এ ঘটনার পর ৬দিন ধরে বন্ধ ক্লিনিকটি। হদিস নেই ক্লিনিকের কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার ইলিয়াস হোসেনের। ক্লিনিক বন্ধ থাকায় চরম দুর্ভোগে রয়েছে এই জনপদের সেবা প্রত্যাশীরা।

এ ঘটনার পূর্বেও তাঁর বিরুদ্ধে নারী কেলেঙ্কারির বিস্তর অভিযোগ করেছেন স্থানীয়রা। এসময় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত ইলিয়াস হোসেনের সাথে কথা বলতে তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে স্ত্রী সন্তান নিয়ে কোথায় রয়েছেন তার হদিস দিতে পারেননি তার পিতা।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা.শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ বিষয়টি নিয়ে কোন অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষা ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X