

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর আলোচিত সরোয়ার হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলা থেকে সেলিম গাজী (২৮)কে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, সেলিম গাজী পটুয়াখালী সদর থানার সরোয়ার হত্যা মামলার অন্যতম আসামি। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তিনি দুমকি উপজেলার বোর্ড অফিস এলাকার বাসিন্দা এবং মৃত জয়নাল গাজীর ছেলে।
গ্রেপ্তারের পর সেলিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে একই মামলার আরেক পলাতক আসামি সবুজ আকন (৩৫)কে বুধবার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
পটুয়াখালী ক্যাম্প র্যাব-৮ এর ক্রাইম প্রিভেনশ অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
