শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নৌকাসহ ৯ বাংলাদেশি জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

উখিয়া–টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় মাছ শিকারে যাওয়া দুটি নৌকাসহ ৯ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতরা ফিরে আসেনি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া মোহনা থেকে মাছ শিকার করে ফেরার সময় এ ঘটনা ঘটে।

শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গফুর জানান, ট্রলার দুটি শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার বাসিন্দা রাশেদ ও মো. ফারুকের মালিকানাধীন।

তিনি আরও জানান, মাছ শিকার শেষে ঘাটে ফেরার সময় আরাকান আর্মির সদস্যরা চারটি নৌকাকে ধাওয়া করে। এর মধ্যে দুটি নৌকা পালিয়ে আসতে সক্ষম হলেও বাকি দুটি নৌকাকে ধরে ফেলে তারা। ওই দুটি নৌকায় মোট ৯ জন জেলে ছিলেন। এ ঘটনায় ট্রলার মালিক ও জেলেরা চরম আতঙ্কে রয়েছেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি নৌকাসহ ৯ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর তিনি শুনেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X