শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
ভুয়া চিকিৎসক আটক
expand
ভুয়া চিকিৎসক আটক

গলাচিপা উপজেলায় অবৈধভাবে চিকিৎসাসেবা দেওয়ার দায়ে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটক ব্যক্তি দীপংকর শীল (৪৫)। তিনি উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা উমেশ শীলের ছেলে। নিজেকে পল্লী চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে তিনি কোনো বৈধ সনদ ছাড়াই চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কাটাখালী বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ। অভিযানকালে চিকিৎসাসেবা প্রদানরত অবস্থায় দীপংকর শীলকে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীপংকর শীলের কোনো বৈধ চিকিৎসা সনদ নেই। তবুও তিনি রোগীদের এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছিলেন, যা প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ জানান, দীপংকর শীল পূর্বেও একই অপরাধে দণ্ডিত হয়েছিলেন। পুনরায় একই অপরাধ করায় এবার তাকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X