শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীছড়ি সীমান্তে ১৯৯ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম
উদ্ধার করা অবৈধ কাঠ
expand
উদ্ধার করা অবৈধ কাঠ

চট্টগ্রামের ফটিকছড়ি ও খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার সীমান্তবর্তী সর্তাখাল এলাকায় ঝিরিপথে পাচারের সময় বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে মগকাটা এলাকায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সেগুন, গামারিসহ বিভিন্ন প্রজাতির ১৪৩ টুকরো গোল কাঠ (প্রায় ১৯৮.৯১ ঘনফুট) উদ্ধার করা হয়। খিরাম ক্যাম্পের সেনাসদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

উদ্ধারকৃত কাঠ পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জের আওতাধীন সর্তা বন বিটে হস্তান্তর করা হয়েছে।

সর্তা বন বিট কর্মকর্তা রবিউল ইসলাম কাঠ জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে কাঠগুলো বিট অফিসে নিয়ে আসা হয়। তবে পাচারকাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই অবৈধ কাঠ পাচারের সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এবং কিছু অসাধু ব্যবসায়ী জড়িত থাকতে পারে।

পার্বত্য অঞ্চলে অবৈধ কাঠ পাচার একটি দীর্ঘদিনের সমস্যা। সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ প্রচেষ্টায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X