

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ জিরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমান (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি নওগাঁ জেলা সদরের বাসিন্দা মৃত হোসাইন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা হবিগঞ্জ সদর মডেল থানাধীন লস্করপুর এলাকার ঢাকা–সিলেট মহাসড়কের রেলক্রসিংয়ের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে অভিনব কায়দায় পাথরের নিচে লুকানো ৯৪টি বস্তায় রাখা মোট ২ হাজার ৮২০ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় জিরা বহনের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা জানায়, উদ্ধারকৃত জিরা ভারত থেকে অবৈধ পথে দেশে আনা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের এবং আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি এ. কে. এম. শামীম হাসান জানান, অবৈধ চোরাচালান রোধে জেলা পুলিশ নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
