

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মহাসড়কে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক রিপন চন্দ্র নম (৩২)। তিনি ফেনী জেলার কালীদহ থানার গোহাড়ুয়া গ্রামের নেপাল চন্দ্র নমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট সংলগ্ন মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি রিপনকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ পাঠান। পরে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন
