শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া

ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচী

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
হাইকমিশন ঘেরাও কর্মসূচি
expand
হাইকমিশন ঘেরাও কর্মসূচি

রাজশাহীতে ভারতীয় সহকারি হাই কমিশন অফিসের সামনে ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চের বিক্ষোভ। এ সময় তারা ব্যারিকেড ভেঙ্গে ভেতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তবে ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চের নেতাকর্মীরা তাদের কর্মসূচি চালিয়ে যান।

রাজশাহীতে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ভারতীয় হাই কমিশন অফিস ঘেরাও করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চের নেতা কর্মীরা। পুলিশের প্রতিরোধের মুখে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হন তারা। পরে আবারো ভদ্রায় ভারতীয় হাই কমিশন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

তাদের এই কর্মসূচিকে ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে ভারতীয় হাই কমিশনের অফিসের চারিদিকে।

বিক্ষোভকারীরা বলছেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ।

বেলা সাড়ে বারোটার দিকে ভদ্রার মোড়ে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন ভারতীয় আধিপত্যবিরোধী জুলাই ৩৬ মঞ্চ। এখনো তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X