শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে জহিরুল ইসলাম জয় হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
তিন আসামি গ্রেপ্তার
expand
তিন আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় জহিরুল ইসলাম জয়কে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলাউদ্দিন (৬৫), তাঁর ছেলে শাকিল (২৭) এবং জসিম (৪৫)। আলাউদ্দিন ও জসিমের পিতা মৃত মাহমুদ হোসেন। তাঁরা সবাই মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা। র‍্যাব-১১-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এজাহার ও বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে চৌদ্দকাউনিয়ার নুর জামান মিয়ার পরিবারের সঙ্গে মো. হাসান ওরফে বেকু হাসান, নান্নু ও লালুদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটে এবং নুর জামানের পরিবারের সদস্যরা কয়েক দফা হামলার শিকার হন।

এরই ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় গ্রেপ্তারকৃত আসামিদের নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল জহিরুল ইসলাম জয়ের ওপর হামলা চালায়। হামলাকারীরা দা দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জয়ের বোন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর তা বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X