শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তজুড়ে কঠোর নজরদারীতে বিজিবি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
বিজিবি। ছবি নিজস্ব
expand
বিজিবি। ছবি নিজস্ব

নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার ৪৬ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নজরদারীতে রয়েছে বিজিবি।কোন দূস্কৃতিকারী সীমান্ত দিয়ে ঢুকতে ও বের হতে পারবে না বলে জানিয়েছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে: কর্লেন রাশেদ কামাল রনি।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া বিজিবি সেক্টরে শীতার্ত দুঃস্থ ও গরীবদের মাঝে কম্বল বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানিয়েছেন।

​এসময় তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষিত রাখার মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের এই মানব সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবির এই মানবিক সহায়তা স্থানীয় জনগণের মধ্যে গভীর প্রশংসা অর্জন করেছে এবং তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ কর্মসূচিতে বিজিবির বিভিন্ন স্তরের কর্মকতারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X