

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে সোয়া দুই কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান তানজিল রাত পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় একটি কাভার্ড ভ্যান সেখানে এলে সংকেত দিয়ে সেটিকে থামানো হয়।
তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যানটিতে কাঠের গুঁড়া ভর্তি বস্তা পাওয়া যায়। এতে সন্দেহ হলে সব বস্তা নামিয়ে গাড়ির বডির ভেতরে অভিনব কায়দায় তৈরি করা গোপন কুঠুরি তল্লাশি করা হয়। এ সময় ওই গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যসহ কাভার্ড ভ্যানটির মোট সিজার মূল্য প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান তানজিল বলেন, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
