

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষামূলক অভিযানের অংশ হিসেবে জেলার ১৩টি থানায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখিপুর, ধনবাড়ী, কালিহাতী, ভূঞাপুর, যমুনা সেতু পূর্ব থানা, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯, দ্য পেনাল কোড, ১৮৬০, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্ট, ১৯০৮-এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, এসব মামলায় সংঘবদ্ধ সহিংসতা, মারামারি, হামলা, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পদধারী ও সক্রিয় কর্মীও রয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
থানাভিত্তিক গ্রেপ্তারকৃতদের তালিকা: নাগরপুর থানা: মো. আজিজা প্রামানিক (৫৫)। মির্জাপুর থানা: ফেরদৌস আলী পাখাড়ী (৪৫)। টাঙ্গাইল সদর থানা: মো. শরীফ প্রামানিক (২৫), মো. নাসির উদ্দিন (৪৭), সৈয়দা তালেয়া ইসলাম ওরফে সুইটি (৪৫), মো. তারিফুল ইসলাম (৩৭)। দেলদুয়ার থানা: মো. ফজলুল হক (৫০)। ঘাটাইল থানা: আব্দুল প্রামানিক (৩২), মো. রাসেল (২৩)। সখিপুর থানা: মো. ওয়াদুদ রহমান শামীম (৫১), এম. এ. মালেক তালুকদার (৫৫)। ধনবাড়ী থানা: হৃদয় আহমেদ (২৮), কালিহাতী থানা: মো. শামীম (৪৬)। ভূঞাপুর থানা: মো. তামসিন প্রামানিক আলীন (২০)। যমুনা সেতু পূর্ব থানা: তপু মণ্ডল (২২)। মধুপুর থানা: মো. জুয়েল (২৫)। বাসাইল থানা: মো. রিপন মিয়া (৫০)। গোপালপুর থানা: মো. নিজাম উদ্দিন (৫০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
টাঙ্গাইল জেলা পুলিশ আরও জানায়, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
