শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়া জাতির প্রেরণা ও গণতন্ত্রের আলোকবর্তিকা: বক্কর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পিএম
দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান
expand
দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের অভিভাবক। তিনি কখনো দেশের দুঃসময় থেকে মুখ ফিরিয়ে নেননি, কখনো পরবাসের নিরাপত্তা বেছে নেননি এবং কখনো ক্ষমতার বিনিময়ে নীতির সঙ্গে আপস করেননি। বেগম খালেদা জিয়া জাতির প্রেরণা ও গণতন্ত্রের আলোকবর্তিকা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দল (রেজিঃ নং বি-১৭৬৫)-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল হাশেম বক্কর বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য বারবার নির্যাতিত হয়েছেন। আজ তিনি গুরুতর অসুস্থ—এটি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। দেশের মানুষ আজ তাঁর জন্য দোয়া করছে এবং তাঁর সুস্থতার অপেক্ষায় রয়েছে। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, জনগণের দোয়া কখনো বিফলে যায় না—ইনশাআল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের সভাপতি এনামুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফিরোজ আলম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট এম আর মনজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া আরও বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, বিভাগীয় সমন্বয়ক জিয়াউর রহমান, এস কে মুজিব, মহানগর রেলওয়ে শ্রমিক কর্মচারী নেতা সাখাওয়াত হোসেন, শরিফুল ইসলাম, লাকি আকতার, আব্দুল আওয়াল প্রমুখ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X