শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় যৌথবাহিনীর অভিযানে আটক ৫

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পিএম
কুষ্টিয়ায় যৌথবাহিনীর অভিযান
expand
কুষ্টিয়ায় যৌথবাহিনীর অভিযান

কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে পাঁচজনকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বড়বাজার ঘোড়াইঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচজনকে আটক করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদসহ যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।

এসময় ফয়সাল মাহমুদ জানান, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে যৌথ বাহিনী বদ্ধপরিকর। গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঘোড়াইঘাট এলাকায় মাদক কেনাবেচা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ার তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X