শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে ভারত: হাসনাত 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ভারতের পক্ষ থেকে দেশের সন্ত্রাসী ও খুনিদের আশ্রয়–প্রশ্রয় দেওয়া হচ্ছে। ভারতীয় হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল’।

তিনি বলেন, গত ১৬ বছরে যারা মানুষের ভোটাধিকার হরণ করেছে এবং ভোটকেন্দ্রে যেতে দেয়নি, সেই ব্যক্তিরাই বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের এলাহাবাদ গ্রামে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ধরুন, আপনার বাড়িতে ডাকাতি হয়েছে আর সেই ডাকাতদের আপনার নিকটাত্মীয় আশ্রয় দিচ্ছে—তখন আপনি কি চুপ থাকবেন? সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা থাকলেও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া জরুরি।’ তাঁর দাবি, এ ধরনের আচরণ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলছে।

বাংলাদেশ–ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারত যদি সত্যিই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তাহলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাওয়া খুনি ও সন্ত্রাসীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করে বিচারের মুখোমুখি করা উচিত ছিল। কিন্তু বাস্তবে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সীমাবদ্ধ নেই। এটি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক। ‘ভারতকে সিদ্ধান্ত নিতে হবে—তারা বাংলাদেশকে একটি বিশেষ দলের দৃষ্টিতে দেখবে, নাকি দেশের জনগণের দৃষ্টিতে দেখবে।’

তিনি বলেন, ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের কোনো শত্রুতা নেই। ‘আমাদের আপত্তি ভারতের নীতির সঙ্গে। জনগণকে উপেক্ষা করে যদি কোনো দলের সঙ্গে সম্পর্ক রাখা হয়, তাহলে দুই দেশের মধ্যে আরও তিক্ততা সৃষ্টি হবে। আর জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে উঠলে সেটি হবে পারস্পরিকভাবে সমৃদ্ধশালী ও স্থিতিশীল।’

উঠান বৈঠকে এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X