শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মচারীর আত্মহত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম
নিহত রেহানা বেগম
expand
নিহত রেহানা বেগম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের এক কর্মচারী রেহানা বেগম (৫৬) নামে এক নারী সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পরিষদের পাশে, মাহবুবুল হক চৌধুরীর একটি ভাড়া বাসা বসবাস করে আসছিল। দুপুর পর থেকে কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা কক্ষে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় লোকজন ও প্রশাসনকে জানানো হয়। সেই সোনাইছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আয়া হিসেবে কর্মরত ছিলেন।

খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যার সঠিক কারণ জানা না গেলেও, পারিবারিক ও ব্যক্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X