শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় যানজট নিরসনে পৌরসভার কঠোর অভিযান: ১০ মোটরসাইকেল জব্দ 

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে পৌর কর্তৃপক্ষ
expand
যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে পৌর কর্তৃপক্ষ

ভোলা পৌরসভাকে যানজটমুক্ত ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে অবৈধ দখলদার ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌর কর্তৃপক্ষ।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭:৩০ মিনিটে শহরের সদর রোড ও খালপাড় এলাকায় এক বিশেষ উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোলা পৌরসভার প্রশাসক মিজানুর রহমান। অভিযান চলাকালীন শহরের প্রধান সড়কে অবৈধভাবে পার্কিং করা ১০টি মোটরসাইকেল জব্দ করা হয় এবং আইন অমান্য করায় এক ব্যক্তিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া খালপাড় রোডে রাস্তার জায়গা দখল করে বসা অবৈধ দোকানপাটগুলো তাৎক্ষণিক উচ্ছেদ করা হয়।

পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, আমরা ভোলা সদরের বিভিন্ন রাস্তায় অবৈধ যানবাহন উচ্ছেদ করছি। সদর রোডে যারা মানুষের চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছিল, তাদের অনেককে জরিমানা ও যানবাহন জব্দ করা হয়েছে। বিশেষ করে খালপাড় রোডে যারা বরাদ্দের বাইরে এসে রাস্তার ওপর দোকান বসিয়েছেন, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। পৌরসভা থেকে যাদের দোকান দেওয়া হয়েছে, তাদের ঘরের ভেতরেই ব্যবসা করতে হবে। রাস্তার ওপর কোনো দোকান আমরা করতে দেব না।"

তিনি আরও স্পষ্ট করে জানান, "মানুষের চলাচল স্বাভাবিক করতে যা যা করা লাগে, ভোলা পৌরসভা তা-ই করবে। এটি সবার জন্য একটি কড়া মেসেজ। এরপরও আইন অমান্য করলে আমরা আরও কঠোর অ্যাকশনে যাব।"

পৌর প্রশাসক জানান, শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষ যতক্ষণ পর্যন্ত নির্বিঘ্নে চলাচল করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পৌরসভার এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X