শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেগমগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৭

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম
আটক আসামি
expand
আটক আসামি

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে। অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মাদক মামলার আসামিও রয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেনের দিক-নির্দেশনায় এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারীর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। থানার এসআই মাহামুদুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার গণিপুর এলাকা থেকে মিজানুর রহমান অনিক (৩৩) ও ইসমাঈল হোসেন রাকিবকে (১৯) ২৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

পৃথক অভিযানে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ছালেহ আহাম্মেদ রিয়াদ (৩৮), আব্দুল্লাহ আল মামুন (২৪) ও মো. হানিফকে (২৯) গ্রেপ্তার করেন পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক। এছাড়াও সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. তারেক হোসেন সোহেল এবং পুলিশ আইনের ৩৪ ধারায় চিশতী নামে আরও একজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X