

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ সার বিক্রি করার অভিযোগে মের্সাস কনা ট্রেডার্স নামের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাত রশি বাজারের মের্সাস কনা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ বোরন সার জব্দ করা হয়।
সদরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন, কৃষকদের একাধিক অভিযোগ ছিলও ওই মের্সাস কনা ট্রেডার্স বিরুদ্ধে। পরে অভিযোগের ভিত্তিতে আমরা মনিটরিং করে খুজে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, অভিযোগের ভিত্তিতে মেয়াদ উত্তীর্ণ সার বিক্রির সত্যতা পাওয়ায়, ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৫১ধারা অনুযায়ী মের্সাস কনা ট্রেডার্সকে এক মামলায় নগদ ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
