শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে মেয়াদোত্তীর্ণ সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত
expand
জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ সার বিক্রি করার অভিযোগে মের্সাস কনা ট্রেডার্স নামের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাত রশি বাজারের মের্সাস কনা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ বোরন সার জব্দ করা হয়।

সদরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন, কৃষকদের একাধিক অভিযোগ ছিলও ওই মের্সাস কনা ট্রেডার্স বিরুদ্ধে। পরে অভিযোগের ভিত্তিতে আমরা মনিটরিং করে খুজে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, অভিযোগের ভিত্তিতে মেয়াদ উত্তীর্ণ সার বিক্রির সত্যতা পাওয়ায়, ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৫১ধারা অনুযায়ী মের্সাস কনা ট্রেডার্সকে এক মামলায় নগদ ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X