

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জে যে নির্বাচন করবে না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। এখন কে নির্বাচন করবে আর কে করবে না। সে কি জন্য ও কেন করবে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমাদের বলার মতো কিছু নেই।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, এখন নিরাপত্তা তো একটি বড় ধরনের শব্দ। আপনারাও তো সবাই এখানে আসছেন, এখন আপনারাও তো বলতে পারতেন আমি নিরাপত্তা সংকটে আছি। আপনারা কেউ আসবেন না। এইক্ষেত্রে বলি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।
গুলিবিদ্ধ ওসমান হাদীর জন্য দোয়া চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইনকিলাব মঞ্চের ওসমান হাদী ভাই আহত হয়ে এখন সিঙ্গাপুরের চিকিৎসা অবস্থায় আছে। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। হাদী অনেক বড় একজন জুলাইযোদ্ধা এবং দেশের জন্য বড় ধরনের একটি কন্ট্রিবিউশন (আবদান) রয়েছে।
নিরাপত্তা ইস্যুতে ভারতের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ এববং নয়াদিল্লীতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছেন।
এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমরাও কিছুদিন আগে তাদের তলব করেছিলাম। তো সাধারণত পররাষ্ট্র বিষয় থাকে যে, একজন তলব করলে আরেকজনও করে। এটাই সাধারণত নিয়ম।
শিল্প অঞ্চলের নিরাপত্তা, শ্রমিকদের সুরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা ও শিল্পখাতে শান্তিপূর্ণ কর্ম পরিবেশ বজায় রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের ভূমিকা অনন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারায়ণগঞ্জের মতো একটি গণবসতিপূর্ণ শিল্প অঞ্চলে দ্রুত পুলিশ সেবা কার্যকর করা প্রয়োজন।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
