

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মদনের সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজে জাতীয় পতাকা উত্তোলন না করাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজয়ের ৫৪ বছর পরও একটি সরকারি কলেজে বিজয় দিবসে জাতীয় পতাকা না থাকাটা লজ্জাজনক। তিনি প্রশ্ন তোলেন, কেন বিজয় দিবসে কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি—এ বিষয়ে কলেজ অধ্যক্ষের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।
স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যুবনেতা আব্দুল বলেন, এটি অত্যন্ত অন্যায়। সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও কিছু প্রতিষ্ঠানে জাতীয় পতাকা না উত্তোলন করা দুঃখজনক ও লজ্জাস্কর। বিষয়টি অবহেলারই বহিঃপ্রকাশ।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির বলেন, সকাল ১০টার দিকে জানতে পারি সরকারি কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। ঘটনাটি সত্য। এটি ৭১-এর চেতনা ও সাম্প্রতিক গণআন্দোলনের স্পিরিটের পরিপন্থী। এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনিকভাবে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটিই এখন দেখার বিষয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় সাংবাদিকরা ফোন করলে তিনি বিরক্তি প্রকাশ করে কল কেটে দেন এবং পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি বলেন, বিষয়টি জানার পর কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি। পরে একাডেমিক সুপারভাইজারের মাধ্যমে জানা গেছে, সকালে নাকি জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, পরে তা নামিয়ে মাঠে রাখা হয়।
ইউএনও আরও বলেন, বিজয় দিবসসহ জাতীয় দিবসে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের স্পষ্ট প্রজ্ঞাপন রয়েছে। পতাকা উত্তোলন করে পরে নামিয়ে ফেলা অনিয়মের মধ্যেই পড়ে। যেহেতু এটি একটি সরকারি কলেজ, তাই কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে।
মন্তব্য করুন
