মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দলের নেতাকর্মীদের দিয়ে মনোনয়ন ফরম কেনালেন সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম
মনোনয়ন নেয়া দলের নেতাকর্মীরা
expand
মনোনয়ন নেয়া দলের নেতাকর্মীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা এই মনোনয়ন ফরম ক্রয় করেন।

এ বিষয়ে মুঠোফোনে সারজিস আলম বলেন, পার্টির পক্ষ থেকে আমাকে পঞ্চগড়-১ আসনে প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে। আজ দলের নেতাকর্মীরা মনোনয়ন কিনেছেন। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন। যারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচনের সাথে জড়িত তাদের এক্টা সর্বোচ্চ প্রয়াস লাগবে। কারণ আমাদের ওসমান হাদী ভাই গুলিবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে, এই নিরাপত্তা সংক্রান্ত নতুন করে সংকট তৈরি হয়েছে। খুনিরা তো তাদের জায়গা থেকে সুষ্ঠু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। তারা কখনো গণতান্ত্রিক ছিল না।

তিনি আরও বলনে, গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা, সেটা তারা সহযোগিতা করবে না। সেই জায়গা থেকে জুলাইয়ের যে শক্তি, সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং অন্তবর্তী সরকার এবং এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় সবাইকে তাদের সর্বোচ্চ যে কার্যক্রম গুলো সেগুলো হাতে নিতে হবে। তাহলে আশা করি আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারবো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X