মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম
দুর্ঘটনা কবলিত ট্রাক
expand
দুর্ঘটনা কবলিত ট্রাক

সিরাজগঞ্জের কাজিপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা চালকসহ এক যাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাটাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গান্ধাইল মধ্যপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে নুর আলম (৫৫) ও গান্ধাইল উত্তরপাড়ার মৃত সামেদ মীরের ছেলে চান মিয়া মীর (৬৫)।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. এনায়েতুর রহমান জানান, বিকেলে চালক নুর আলম তার অটোরিকশায় যাত্রী নিয়ে পাটাগ্রাম রাস্তা পার হচ্ছিলো। এসময় দ্রুতগতির একটি ট্রাক এসে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X