

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে গ্রামের একজন সাধারণ কৃষককে প্রার্থী করে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
মনোনীত ওই প্রার্থীর নাম লোকমান আহমেদ তালুকদার। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামের বাসিন্দা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মই প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গ্রামের একজন সাধারণ কৃষককে কেন মনোনয়ন দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে বাসদের নেতাকর্মীরা জানান, বামপন্থী রাজনীতির মূল দর্শনই হলো কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের ক্ষমতায়ন। বিশ্বের বিভিন্ন দেশে এর নজির রয়েছে। উরুগুয়েতে কৃষক জোসে মুজিকাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত করেছিল বামপন্থীরা। একইভাবে ভেনিজুয়েলায় ট্রাকচালক নিকোলাস মাদুরো রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন বামপন্থী দল কৃষক-শ্রমিক-মেহনতী মানুষকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিচ্ছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ-২ আসনে বাসদের পক্ষ থেকে কৃষক লোকমান আহমেদ তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বাসদ নেতারা লোকমান আহমেদ তালুকদারকে একজন সৎ, সাহসী ও সংগ্রামী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর নেতৃত্বে একসময় প্রভাবশালীদের অবৈধভাবে লিজ নেওয়া খাসজমি উদ্ধারে আন্দোলন গড়ে ওঠে। প্রায় সাড়ে চার শতাধিক ভূমিহীন পরিবারের উচ্ছেদ নোটিশ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হলেও আন্দোলন থেমে থাকেনি। শেষ পর্যন্ত আন্দোলনের মাধ্যমে ভূমিহীনদের বসতভিটা রক্ষা করা সম্ভব হয়।
এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক দরিদ্রদের খয়রাতির চাল আত্মসাৎ ও কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার কালোবাজারে বিক্রির প্রতিবাদে দুর্বার আন্দোলন গড়ে তোলেন লোকমান। ওই সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হলেও দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে আবারও মানুষের পক্ষে সক্রিয় হন। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট চেয়ারম্যান বরখাস্ত হন।
নিজ গ্রাম গুনই থেকে ইমামবাড়ি পর্যন্ত কোনো সরকারি বরাদ্দ ছাড়াই জনগণকে সঙ্গে নিয়ে নিজ হাতে সড়ক নির্মাণ, টেম্পো চলাচলের ব্যবস্থা, শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন, গ্রামীণ মেলায় জুয়া বন্ধ, মাদকবিরোধী সামাজিক আন্দোলন এবং দরিদ্র মানুষের ন্যায্য বিচার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।
শিক্ষা বিস্তারেও রয়েছে তাঁর অবদান। তিনি বিজিএম (বড়ইউড়ি–গুনই–মদনমুরত) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য প্রার্থী ও বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য লোকমান আহমেদ তালুকদার বলেন, নির্বাচিত হলে তিনি সংসদে কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের অধিকারের পক্ষে আইন প্রণয়নে ভূমিকা রাখবেন। গণবিরোধী কোনো আইন প্রণয়নের চেষ্টা হলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। বানিয়াচং–আজমিরীগঞ্জ এলাকার উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং হাওরাঞ্চলের মৎস্যজীবীদের অধিকার রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
তিনি আরও বলেন, সংসদকে কোটিপতিদের ক্লাব নয়, বরং গণমানুষের অধিকার আদায়ের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দেশবাসীকে বাসদ মনোনীত প্রার্থীদের মই প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন
