মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের এক মাস জেল

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম
টুটুল (২৫)
expand
টুটুল (২৫)

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকাসক্ত ছেলেকে নিজ হাতে আইনের হাতে তুলে দিয়েছেন বাবা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম টুটুল মিয়া (২৫)। তিনি জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের বাসিন্দা রফিক হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, টুটুল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায় প্রতিদিনই তিনি বাড়িতে মাদক সেবন করে মাতলামি করতেন। এতে পরিবারে চরম অশান্তির সৃষ্টি হয়।

ছেলের আচরণে অতিষ্ঠ হয়ে সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রফিক হোসেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিষয়টি জানান।

পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমীন পেয়ারাতলা গ্রামে টুটুল মিয়ার বাড়িতে গিয়ে অভিযান পরিচালনা করেন। সেখানে মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে টুটুল মিয়ার বাবা রফিক হোসেন বলেন, 'দীর্ঘদিন ধরে আমার ছেলে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। অনেক চেষ্টা করেও তাকে ভালো পথে ফেরাতে পারিনি। প্রতিনিয়ত মাতলামি করে পরিবারে অশান্তি করছিল। বাধ্য হয়েই তাকে আইনের হাতে তুলে দিতে হয়েছে।'

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন বলেন, 'টুটুল মিয়া মাদকাসক্ত প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X