মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪০

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম
আহত জামায়াত কর্মী
expand
আহত জামায়াত কর্মী

ভোলার চরফ্যাশনের জিন্নাগর ইউনিয়নের চকবাজারে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু'পক্ষের এই সংঘর্ষে মোট ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা সংঘর্ষের জিন্নাগর ৯নং ওয়ার্ডের চকবাজার।

সকালে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি নেতা ও জামায়াত নেতার মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। এই বাকবিতণ্ডার জের ধরেই প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। পরে হাসপাতাল চত্বরে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দু'পক্ষের ১১ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মাওলানা মীর শরিফ অভিযোগ করেন, সকালে নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপির লোকজন তাঁকে মারধর করে। পরে নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে তাঁদের ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওষুধ ক্রয়কে কেন্দ্র করে জামায়াত-শিবিরের লোকজনই প্রথমে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বিএনপির ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। সোহেল আরও বলেন, জামায়াত আগামী নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X