

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের কাশিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চারজন সক্রিয় ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ডাকাতদের কাছ থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রশস্ত্র, ওয়াকি-টকি এবং ল্যাপটপসহ ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র আর্মি ক্যাম্পের মেজর আব্দুল্লাহর নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।
প্রশাসনিক সূত্রে জানা যায়, যৌথ বাহিনী গত রোববার রাত ৯টা ৫০ মিনিট থেকে শুরু করে সোমবার সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে চারজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত ডাকাতেরা হলেন—রানা (২৬), নরসিংদী জেলার শিবপুর থানার আইদেবপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে। তৌহিদুল ইসলাম (২৬), গাজীপুর জেলার গাছা থানার চান্দরা গ্রামের নজরুল ইসলামের ছেলে। নূর আলম (৪০), ঢাকা জেলার দক্ষিণখান থানার ফায়দাবাদ গ্রামের আব্দুস সালামের ছেলে। আরমান অনিক (২৫), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আন্দামানিক এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
আটকের পর যৌথ বাহিনী ডাকাতদের কাশিমপুর থানায় হস্তান্তর করে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে চারজন ডাকাত গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত ডাকাতদের পরে কাশিমপুর থানায় আনা হয়।
মন্তব্য করুন
