

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে রাতের আঁধারে এক কৃষকের লাউ ক্ষেত নষ্ট করে দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চর বংশী গ্রামের কৃষক আমজাদ।
জানা যায়, আমজাদ ঋণ করে বর্গা নেওয়া প্রায় ৪০ শতাংশ জমিতে মাচা তৈরি করে লাউ চাষ করেছিলেন। ক্ষেতটিতে প্রায় ২০০টি লাউ গাছ ছিল। সোমবার সকালে ঘুম থেকে উঠে জমিতে গিয়ে তিনি দেখেন, সব লাউ গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। এতে পুরো ক্ষেত একেবারে ধ্বংস হয়ে যায়।
কৃষক আমজাদ জানান, গাছগুলোতে ইতোমধ্যে ফুল ও লাউ ধরেছিল। চলতি মৌসুমে এখান থেকে এক থেকে দুই লাখ টাকার লাউ বিক্রির আশা ছিল তার। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তদের এমন নাশকতায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝে উঠতে পারছেন না।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষক ও এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, এটি নিছক চুরি নয়, বরং পরিকল্পিতভাবে ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়েছে। এতে কৃষকের পাশাপাশি কৃষি উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীরা বলেন , কৃষকদের ফসল নষ্ট করার মতো ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মন্তব্য করুন
