সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্ত

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
শান্ত
expand
শান্ত

সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করে দেশের মেধাতালিকায় প্রথম হয়েছেন ভর্তিচ্ছু জাহাঙ্গীর আলম শান্ত। তিনি পেয়েছেন ৯১ দশমিক ২৫ নম্বর।

ফলাফল অনুযায়ী জানা গেছে, শান্তর রোল নম্বর ২৪১৩৬৭১। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে তিনি পরীক্ষায় অংশ নেন। অসাধারণ এই ফলাফলের মাধ্যমে তিনি দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার পর ভর্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। চলতি বছর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় মোট উত্তীর্ণের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

এবার পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮ দশমিক ২১ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯ শতাংশ)। এছাড়া নিয়ম ভঙ্গের কারণে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

সার্বিকভাবে এবছর পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পুরুষ শিক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন, যা মোট উত্তীর্ণের ৩৮ দশমিক ১৩ শতাংশ। আর নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন, যা ৬১ দশমিক ৮৭ শতাংশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X