

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার নাঙ্গলকোটে অহিদুর রহমান নামের এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার ঢালুয়া ইউপির বদরপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৪ডিসেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের উপজেলা নির্বাচনে ঢালুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকালীন বিধি অনুযায়ী তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব থেকে অব্যাহতি নিলে প্যানেল চেয়ারম্যান হিসেবে বদরপুর ওয়ার্ডের ইউপি সদস্য অহিদুর রহমান অহিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। শনিবার রাতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অহিদুর রহমান সন্ত্রাসবিরোধী আইনে এজহারভুক্ত ৮ নং আসামি। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বলেন, ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন। তবে আপাতত ওই ইউনিয়নে পরবর্তী দায়িত্ব কাকে দেওয়া হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নিয়ম অনুযায়ী প্যানেলভুক্ত কাউকে দায়িত্ব দেওয়া অথবা প্রশাসক নিয়োগের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন
