রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাদীর ওপর হামলার প্রতিবাদে কমলনগর-রামগতিতে বিক্ষোভ

কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ এএম
কমলনগর-রামগতিতে বিক্ষোভ
expand
কমলনগর-রামগতিতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর দুর্বৃত্তদের গুলির ঘটনার তীব্র প্রতিবাদে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে লক্ষীপুর জেলার কমলনগর ও রামগতিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয় এবং রাতেই দুটি উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভের ঢেউ ওঠে।

কমলনগরের হাজিরহাট বাজারে জুলাই মঞ্চের ব্যানারে এবং রামগতির আলেকজান্ডার বাজারে সচেতন ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বিপুল সংখ্যক ছাত্র, যুবক, দোকানি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ অংশ নেন। তাদের অংশগ্রহণে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং হামলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সমাবেশে বক্তারা শরিফ ওসমান হাদীর ওপর সশস্ত্র হামলাকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য লজ্জাজনক ও ন্যক্কারজনক ঘটনা বলে অভিহিত করেন। তারা বলেন, রাজনৈতিক মতভেদ বা ভিন্নমতের কারণে এ ধরনের প্রাণনাশের চেষ্টা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বক্তারা দাবি করেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং এই ঘটনার নেপথ্যের কারা জড়িত তা দেশবাসীর সামনে পরিষ্কার করতে হবে।

বক্তারা আরও বলেন, এ ধরনের বর্বরোচিত ঘটনা মেনে নেওয়া যায় না এবং এটি দেশের চলমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা। তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন। একই সঙ্গে বক্তারা ইন্টেরিম সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হলে সমস্ত দায় সরকারের ওপরই বর্তাবে।

সমাবেশে অংশগ্রহণকারীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে রাস্তাজুড়ে স্লোগান দেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, একজন সম্ভাব্য প্রার্থী ও জননেতার ওপর গুলি চালানোর মতো ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী এবং দেশের শান্তিপূর্ণ রাজনীতিকে নষ্ট করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে। তারা ব্যাপক তদন্ত, অপরাধীদের গ্রেফতার এবং নিরপেক্ষ বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X