বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাউল শিল্পী আবুল সরকারের বিচারের দাবীতে শিবচরে বিক্ষোভ মিছিল 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ  এর উদ্যোগ শিবচরে বিক্ষোভ মিছিল
expand
ইসলামী আন্দোলন বাংলাদেশ  এর উদ্যোগ শিবচরে বিক্ষোভ মিছিল

বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকারের ইসলাম ধর্ম অবমাননার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগ শিবচরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীদের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে শিবচর নন্দকুমার স্কুল মোড় হয়ে ৭১ চত্বর প্রদক্ষিণ করে পূনরায় জামে মসজিদে এসে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন,বিতর্কিত বাউল আবুল সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে আল্লাহ তায়ালার বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ অপব্যাখা প্রদান করে চরম সংবেদনশীলতা তৈরি করেছেন। বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তাকে প্রকাশ্যে ফাঁসির দাবী জানান।

তাঁরা আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ রক্ষা ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের অপব্যাখাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, শিবচর উপজেলার দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ কাসেমী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাব- রেজিস্ট্রার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন চকবাজার জামে মসজিদের মাওলানা রফিকুল ইসলাম, পৌর বিএনপি'র যুগ্ম- আহবায়ক মো. নাসিমুজ্জামান,ইসলামী আন্দোলনের দাওয়া ও প্রচার সম্পাদক মো. শাহীন মিয়া,ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি কাজী ইসমাম হোসাইন প্রমূখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন