বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল 

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম
মশাল মিছিল
expand
মশাল মিছিল

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারী নেতাকর্মীরা।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নাজিরহাট আদর্শ স্কুল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে নাজিরহাট পৌরসভা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ অংশ গ্রহণ করে।

মশাল হাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, “ফটিকছড়ির আপামর জনগণের প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে বঞ্চিত করে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতা-কর্মী সহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে”

নেতাকর্মীরা অবিলম্বে ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহারকে চুড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি জোর দাবী জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীরকে প্রার্থী ঘোষণা করে দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন