

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় মাদকসেবী ও ছিনতাইকারী একদল যুবকের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। ঘটনাটি পুলিশের ট্রাফিক বক্সের ভেতরে ঘটায় এলাকায় তীব্র সমালোচনা তৈরি হয়েছে।
নিহত রিয়াদ পাটগুদাম এলাকার এসডিজি ভবনের বাসিন্দা। তাঁর বাবা মো. সাইদুল হক টিসিবির কর্মচারী এবং মা জান্নাতুল ফেরদৌস পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।
পরিবারের অভিযোগ, ছুরিকাঘাতের পর রিয়াদ আহত অবস্থায় পাটগুদাম অস্থায়ী পুলিশ ও ট্রাফিক বক্সের ভেতরেই দীর্ঘসময় পড়ে ছিলেন। কেউ তাঁর দিকে এগিয়ে আসেনি।
রিয়াদের বাবা সাইদুল হক বলেন, ‘আমার ছেলে ট্রাফিক বক্সের ভেতর রক্তাক্ত অবস্থায় অনেকক্ষণ পড়ে ছিল। কিন্তু কেউ তাকে উদ্ধার করল না।’ তিনি বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ব্রিজ এলাকায় সক্রিয় ছিনতাইকারী একটি চক্রের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
তিনি আরও জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই রিয়াদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন